Hot Posts

6/recent/ticker-posts

মালয়েশিয়ার আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি আটক

 


মালয়েশিয়ার আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক | 14th August, 2024 11:33 pm





আহমাদুল কবির, মালয়েশিয়া:


মালয়েশিয়ার মেলাকা প্রদেশের একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশিসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।


রাজ্যের অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত অভিযানে সেন্ট্রাল মেলাকার একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশিসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।


মেলাকা জিআইএম’র পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী বলেন, অভিযানে নথিপত্র বা বৈধ পাস না থাকার অপরাধে ২৫ থেকে ৪৭ বছর বয়সী এসব বাংলাদেশীকে আটক করা হয়েছে।


আটক একজন বাংলাদেশি জানান, ১৫ দিন ধরে তারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিল। নিয়োগকর্তা তাদেরকে কোনও কাজ দেয়নি।


অনির্বাণ ফৌজি বলেন, তদন্তে সহায়তার জন্য আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিয়োগকর্তাদের প্রতিনিধিদের কাছেও দুটি সাক্ষী সমন জারি করা হয়েছে। তারা ৩০ থেকে ৪০ বছর বয়সী স্থানীয় পুরুষ।


তিনি আরও জানান, এছাড়াও, মেলাকার আশপাশের নির্মাণ এলাকা, গাড়ি ধোয়ার কেন্দ্র ও বাড়িঘরে ধারাবাহিক অভিযান চালিয়ে তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ ও মহিলা, ৬ মিয়ানমার , ৬ বাংলাদেশি, ৪ পাকিস্তানি এবং দুইজন নেপালিকে আটক করা হয়েছে। আটক অভিবাসীদের আরও তদন্তের জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান।

Post a Comment

0 Comments

Banner

Pounder

Social ba